আমাদের সাইটে আমরা নানা ধরনের পণ্য দিয়ে থাকি, এবং সেসবের ক্ষেত্রে মাঝেমধ্যে অন্যান্য শর্ত প্রযোজ্য হতে পারে। হেলদি হারভেস্টের কোনো বিশেষ পণ্য কেনার সময় সেই পণ্য সম্পর্কিত শর্তাবলী এবং নিয়মকানুন প্রযোজ্য হবে (“নিয়ম-শর্তাবলী”)। ব্যবহারের এসব শর্ত যদি “নিয়ম-শর্তাবলী”তে দেয়া শর্তসমূহের সাথে না মেলে, তাহলে “নিয়ম-শর্তাবলী” অনুযায়ী পণ্যটি ব্যবহার করতে হবে।