হেলদি হারভেস্ট-এ আমরা জানি আপনি আমাদের “ওয়েবসাইট” ব্যবহার করে হেলদি হারভেস্টের পণ্য কেনার সময় যেসব তথ্য প্রদান করে থাকেন, আপনার সেসব ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা কতটা জরুরী। হেলদি হারভেস্ট আপনার গোপনীয়তার সম্মান করে এবং একই সাথে আপনার ব্যক্তিগত তথ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের “প্রাইভেসি পলিসি” দেয়া রয়েছে এবং এটা আমরা যথাযথভাবে মেনে চলতে চেষ্টা করবো যাতে করে আপনার গোপনীয়তা কোনোক্রমে লঙ্ঘন না হয়।
তথ্য সংগ্রহ
ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য
আপনি যখন আমাদের পণ্য ব্যবহার করবেন, তখন আপনি নিজের সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য পরদান করতে পারেন যেমন আপনার নাম, ফোন নম্বর, ইমেইল, ব্যক্তিগত ঠিকানা, ইত্যাদি। আমরা নানাভাবে ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য সংগ্রহ করতে পারি, যেমন: আমাদের সাইটে কনট্যাক্ট ফর্মে সাবমিশন, সাইট রেজিস্ট্রেশন, এবং অন্যান্য সেবা, ফিচার বা ওয়েবসাইটে দেয়া অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে। আমরা শুধু তখনই তথ্য সংগ্রহ করি যখন আপনি স্বেচ্ছায় আমাদেরকে তথ্য প্রদান করেন আমাদের পণ্য কেনার সময় নিজের ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করতে।
ওয়েব ব্রাউজার কুকি
ব্রাউজিং করার সময়ে আপনার ব্রাউজারকে অনন্যভাবে সনাক্ত করার জন্য ডাটার ছোট যেসব অংশ একটি ওয়েবসাইট থেকে আপনার কম্পিউটারে পৌঁছানো হয়ে থাকে, সেগুলোকে কুকি বলা হয়ে থাকে। এমন করার পেছনে মূল উদ্দেশ্য হলো কাস্টমাইজেশনের মাধ্যমে আপনাকে উন্নতমানের ইউজার এক্সপেরিয়েন্স দেয়া যেখানে আপনার যা তথ্য দরকার, তার সবটাই পেয়ে যাবেন। প্রতিনিয়ত এই ইউজার এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করে তোলাটাই আমাদের ইচ্ছা। আপনি চাইলে নিজের ব্রাউজার সেটিংস-এ গিয়ে কুকি পাওয়া থেকে বিরত থাকাও বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন যে কুকিজ-এর এমন সেটিং বেছে নিলে আমাদের ওয়েবসাইটের সকল ফিচার এবং রিসোর্স আপনি না-ও পেতে পারেন। মোবাইল ডিভাইস ও মোবাইল ব্রাউজার
আপনি যখন আমাদের সাইট আপনার মোবাইল ডিভাইস বা ব্রাউজার থেকে ব্যবহার করেন, তখন আপনাকে কুকি সেখানেই পাঠানো হয়। আপনার ইচ্ছা করলে আপনি নিজের মোবাইল ডিভাইস এবং মোবাইল ব্রাউজারে কুকি এবং বিশেষ তথ্য শেয়ার করা সম্পর্কিত সেটিংস পালটে নিতে পারেন, যেমন আপনার মোবাইল ডিভাইসে ব্যবহৃত ভাষা।
ইউসেজ লগ
আপনি আমাদের সাইটের সাথে যখন তথ্য বিনিময় করেন, তখন যে ডিভাইসের মাধ্যমে আপনি ব্রাউজিং করছেন, সেটি আপনার তথ্যের পাশাপাশি অন্য তথ্যও সরবরাহ করে। যেমন ধরুন এই নানা রকমের তথ্যে থাকতে পারে আপনার আইপি অ্যাড্রেস, ব্রাউজার সফটওয়্যার, এবং অন্যান্য টেকনিক্যাল তথ্য যেগুলো আমরা আমাদের প্রয়োজনে সংগ্রহ করতে পারি।
আমরা কিভাবে সংগৃহীত তথ্য ব্যবহার করি
সাধারণত হেলদি হারভেস্ট সংগৃহীত তথ্য ব্যবহার করে আপনার সাথে যোগাযোগ করে আমাদের পণ্য আপনার কাছে পৌঁছে দেয়ার জন্য। এর পাশাপাশি এসব তথ্য আপনার পছন্দসই অথবা কাজে লাগতে পারে, এমন অ্যাডভার্টাইজিং আপনার কাছে পাঠানোর উদ্দেশ্যেও ব্যবহার হয়।
আপনার দেয়া তথ্য আমরা নিম্নোক্ত কাজের জন্য ব্যবহার করে থাকি:
- আমাদের কাস্টমার সেবা উন্নত করার উদ্দেশ্যে
- আপনার এক্সপেরিয়েন্স পার্সোনালাইজ করার জন্য
- আমাদের সাইট আরও ইউজার-ফ্রেন্ডলি করার জন্য
- মাঝেমধ্যে আপনাকে আপডেট এবং নতুন কনটেন্ট সংক্রান্ত ইমেইল পাঠানোর পাশাপাশি আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য
যেকোনো সময়ে আপনি যদি ভবিষ্যৎ ইমেইল পাওয়া বন্ধ করতে চান, তবে প্রতিটি ইমেইলের নিচে আনসাবস্ক্রাইব করার বিস্তারিত পদ্ধতি প্রতিটি ইমেইলের নিচে পাবেন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা কিভাবে আপনার তথ্য সুরক্ষিত রাখি
আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাকে ব্যক্তিগতভাবে সনাক্ত করার কাজে ব্যবহারযোগ্য সব তথ্য সুরক্ষিত রাখতে আমরা সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যথাযথভাবে ডাটা সংগ্রহ করে তা সর্বোচ্চ সুরক্ষা বজায় সংরক্ষণ করি। এসব করার মূল উদ্দেশ্য হলো আপনার ব্যক্তিগত তথ্য অননুমোদিত অ্যাক্সেস বা প্রকাশের হাত থেকে রক্ষা করি।
১৩ বছরের কম বয়সী বাচ্চারা
হেলদি হারভেস্ট কখনোই জেনেশুনে ১৩ বয়সের কম বয়সী কারো কাছ থেকে তার ব্যক্তিগত সঙ্কতকরণ তথ্য সংগ্রহ করবে না।
প্রাইভেসি পলিসিতে পরিবর্তন
যেকোনো সময় এই প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনার অধিকার রাখে হেলদি হারভেস্ট। সবসময় আপ-টু-ডেট থাকতে চাইলে মাঝেমধ্যেই আমাদের এই পেজ এসে ভিজিট করার জন্য আমন্ত্রণ রইলো।
এই প্রাইভেসি পলিসিতে আপনার অনুমোদন
এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং পরিষেবার শর্তাবলী গ্রহণ করেছেন বলেই ইঙ্গিত পাওয়া যায়। প্রাইভেসি পলিসিতে যেকোনো ধরনের পরিবর্তন আসার পরে আপনি একইভাবে আমাদের ওয়েবসাইট এবং পরিষেবা ব্যবহার করতে থাকলে আমরা ধরে নিবো যে আপনি নতুন পলিসি গ্রহণ করে নিয়েছেন।
আপনার যেকোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন।